প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:৩৬ পি.এম
৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ — বেলাল ই বাকী ইদ্রিশী

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার চককৃত্তী বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশী।বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে তারেক রহমানের ৩১ দফাই একমাত্র দিকনির্দেশনা। তিনি দাবি করেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।বেলাল ই বাকী ইদ্রিশী আরও বলেন, বিএনপি শুধু আন্দোলন নয়, বরং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই কাজ করছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন