সৈয়দ সময় , নেত্রকোনা :
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব -১৪৩২ ।
সকালে জেলা শহরের তেরীবাজারস্থ শ্রী শ্রী নৃসিংহ জিউড় আখড়ায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ও জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জীবন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার ,বিশেষ অতিথি ছিলেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার , নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান , অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সরকার , নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নেওয়াজ , জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইসলাম উদ্দিন খান চঞ্চল,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরাজ আহমেদ রাজু ।এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শ্রী নির্মল কুমার দাশ , পুলক চৌধুরী ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজিত সাহা রায় , লিটন পন্ডিত ,সাংবাদিক ভজন দাস , কবি ও সাংবাদিক সৈয়দ সময় ,সনাতন ধর্মাবলম্বীদের নেতা শ্যামল ভৌমিক , রিপন দত্ত , সুচিন্ত চৌধুরী রোপন , সত্যেন্দ্র পাল ,মানিক তালুকদার , শ্রী প্রহল্লাদ বনিক , মানিক সাহা ,রতন বিশ্বধর্মা , রাজু তালুকদার প্রমুখ । আলোচনা পর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এর মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে নৃসিংহ জিউড় আখড়ায় মিলিত হয় ।চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী প্রহল্লাদ বনিক । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠান সম্পন্ন হয়