নেত্রকোনা'র কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত নাইবা আলীর ছেলে ভূমিদস্যু বাদল মিয়ার আতংকে অসহায় কাঞ্চনের পরিবার । একই গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে মোঃ লুৎফর রহমান কাঞ্চনের পৈত্রিক সম্পত্তির বাড়িতে জোরপূর্বক অবৈধভাবে দখল করে ঘর তুলে, ২০ শতাংশ পুকুরের অংশ দখল করে নেয় । এছাড়াও মেহগনি , রেইনট্রি,সুপারি , মেহেদী ও অর্ধশতাধিক কলাগাছ কেটে নেয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । সরেজমিনে আশেপাশে ও এলাকাবাসীর সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায় ।লুৎফর রহমান কাঞ্চনের পৈত্রিক এই সম্পত্তির CS ,BRS,ROR ও দাগ নাম্বার সঠিক থাকার পরেও বাদল মিয়া অসহায় কাঞ্চনের বাড়ি পুকুর দখল করে নিয়েছে । বাদল মিয়া তাকে ও তার পরিবারকে ভয়ভীতি, মামলা হামলার দেখিয়ে সামাজিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে । ৩ বছর আগেও স্বপন , সুজন , রাব্বি সহ মারধর করে কাঞ্চনের হাত ভেঙে দেয় । বাদল মিয়ার নির্দেশে একই এলাকার মুরশেদ আলীর ছেলে সুজন ও রাব্বি বারবার অসহায় বৃদ্ধ কাঞ্চন ও তার স্ত্রী কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ।এ ব্যাপারে এলাকায় সামাজিক দেনদরবার করে লাভ হয়নি । এমনকি বাদল মিয়া কাঞ্চনের নামে মিথ্যা মামলা দায়ের করে বলে জানান এলাকার লোকজন ।পাহাড়পুরের মঞ্জু মিয়া,বৈশ্যবাট্টার আরিফ আহমেদ রব্বানী ভূঁইয়া রাজু , বাবুল মিয়া,সুমন মিয়া বলেন , বাদল মিয়া কাঞ্চনের ২০ শতাংশ পুকুরের অংশ, বসতবাড়িতে ঘর , বনের দাস , বিভিন্ন ধরনের গাছ কেটে নেয় ।লুৎফর রহমান কাঞ্চন জানান , বাদল মিয়া তার কুচক্রী মহলের সহযোগিতায় তার পৈতৃক সম্পত্তির বাড়িতে জোরপূর্বক অবৈধভাবে ঘর তুলে, ২০ শতাংশ পুকুরের অংশ দখল ও বিভিন্ন জাতের গাছ কেটে নেয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । সে আমাদের ওয়ারিশান নয় । তিনি আরো বলেন, আমি ও আমার স্ত্রী আতংকের মধ্যে আছি । আমার সম্পত্তির ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করছি ।এই ব্যাপারে জানতে চাইলে বাদল মিয়া বলেন ,
আমারও অংশ রয়েছে।এই বিষয়ে আইনি মোকাবেলা চলছে ।এলাকার সুধীজনের মধ্যে রাজু ভূঁইয়া বলেন , কাঞ্চনের পৈত্রিক সম্পত্তি বাদল মিয়ার কবল থেকে ফিরিয়ে আনতে সামাজিকভাবে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিটমিমাংসা করার উদ্যোগ কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে