সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণার পূর্বধলায় রেলওয়ের লিজকৃত ভূমি দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা সাড়ে এগারোটায় পূর্বধলা উপজেলা পরিষদের মাঠে দলিত সম্প্রদায় ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।মানববন্ধনে রিপন চৌহান, যতন চৌহান, স্বপন চৌহান, সুরেষ চৌহান, উমা রানী চৌহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, উপজেলা পরিষদ সংলগ্ন রেলওয়ের ৩৮ শতাংশ ভূমি ১৯৯১ সালে শংকর চৌহান লিজ নেন। এরপর থেকে দলিত সম্প্রদায়ের ৮টি পরিবার সেখানে বসবাস করে আসছিল। কিন্তু গত ২-৩ বছর ধরে জমিটির কিছু অংশ স্থানীয় সালাম ফকির দখল করে রেখেছেন। এই ভূমি উদ্ধারে তারা দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এমতাবস্থায় তারা দ্রুত ভূমিটি উদ্ধারের দাবি জানান