অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজনে পালিত হচ্ছে। "অভায়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভড়ি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে লৌহজঙ্গে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ।গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃক, জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়। অনুষ্টান এর শুরুতে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সড়ক র্যালি অনুষ্টিত হয়। ল্যারি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দীন। সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারন সম্পাদক তাজুল ইসলাম রাকিব,মৎস্য চাষী শাহীন খান,এ ছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো. মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, লৌহজং, কন্টিনিজেন্ট কমান্ডার, কোস্ট গার্ডসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে তিন জন সফল মৎস চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন মোঃ শাহীন খান, উত্তম চন্দ্র দাস,উজ্জল দাস