প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৭:০০ পি.এম
আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

রানা খান, আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
"সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ে টেকসই মৎস্য উৎপাদন, স্মার্ট বাংলাদেশ গঠনে গড়বে নবতর দিশা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।১৮ আগস্ট সোমবার, সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক গম্ভীর ও আনুষ্ঠানিক পরিবেশে শুভ উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।আলোচনায় মূল বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরি এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। তারা মৎস্যসম্পদের সুরক্ষা, নিরাপদ আহরণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষের উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি দক্ষভাবে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান।উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক দিদার,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহন চৌধুরি,সদস্য সচিব নূর মোহাম্মদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আল আকরাম মুন্না।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য নাগরিক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সভা শেষে মৎস্য সম্পদ উন্নয়নের প্রতীকী নিদর্শন স্বরূপ স্থানীয় একটি পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণ করা হয়, যা পরিবেশগত ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন