প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৭:৫৯ পি.এম
রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর র্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান প্রমুখ।সভা শেষে মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য খাদ্য বিক্রেতা ও মৎস্য হ্যাচারিদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন