কবি ও সাংবাদিক সৈয়দ সময়
বন্ধু হলো জীবনপথের অটল প্রদীপ,
যে অন্ধকারে দাঁড়িয়ে থাকে আস্থা হয়ে।
তার কণ্ঠে জাগে হাজার বছরের সাহস,
তার হৃদয়ে জন্ম নেয় মানবতার মন্ত্র।
প্রেমিকা হলো আত্মার গোপন মহাকাব্য,
যার দৃষ্টিতে ঝরে পড়ে শান্তির বৃষ্টি।
সে কেবল ভালোবাসা নয়
সে নতুন পৃথিবীর অঙ্গীকার,
ভাঙা হৃদয়কে গড়ে তোলার প্রার্থনা।
বন্ধু শেখায় কর্ণধার হওয়ার কর্তব্য,
ঝড়ের সাগরে দাঁড়িয়ে স্থির থাকার পাঠ।
প্রেমিকা শেখায় আত্মার প্রতি বিশ্বস্ততা,
রক্তের মতো সত্য, নিশ্বাসের মতো চিরন্তন।
বন্ধু আর প্রেমিকা
দুটি স্রোত, দুটি জ্যোৎস্না, দুটি কবিতা,
যারা মিলে গড়ে তোলে মানুষের
হাজারভাগ কর্তব্যের আকাশ।
যদি পৃথিবী ভেঙে পড়ে যুদ্ধ আর ঘৃণায়,
বন্ধু আর প্রেমিকা শেখায় মিলনের বাণী;
যদি মানুষ পথ হারায় লোভ আর অন্ধকারে,
তাদের মিলিত ভালোবাসা দেখায় মুক্তির আলো