মোঃ রমজান হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আলোচিত আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ তম দিবস উপলক্ষে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।২০০০ সালের ১৮ আগস্টের এই দিনে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীর কয়েকশ বিঘা জমি দখল নিতে এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা এ পল্লীতে হামলা চালায়।এ সময় হামলাকারীরা ওই পল্লীর আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাট করে ।এ ঘটনায় ওইসময় বিচারের দাবিতে ফুঁসে ওঠে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।আদিবাসী নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিধস্যুদের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো শেষ হয়নি বিচার।এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবছর আদিবাসী নেতারা এই দিনটি নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করে আসছে। আজ (১৮ আগস্ট) সোমবার বেলা ১১ টায় নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলিসহ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, গণেশ মার্ডি।এ হত্যাকাণ্ডের ২৫ বছর পার হলেও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথিসহ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ সুধীর তিরকি,বাসদ নেতা জয়নাল আবেদীন মকুল, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আজাদ হোসেন মুরাদ,আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া,আদিবাসী পরিষদের নারী সভানেত্রী নিতী মুন্ডা,আদিবাসী নেতা নয়ন পাহানসহ প্রমুখ