অনলাইন ডেস্ক
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন।সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কীর স্টারমারের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নেন। এই আলোচনার উদ্দেশ্য হলো ফেব্রুয়ারি ২০২২ থেকে চলমান রাশিয়ার পূর্ণস্কেল আক্রমণের কারণে সৃষ্ট সংঘাতের সমাধান করা।ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর বৈঠকের আয়োজন শুরু করেছেন। জেলেনস্কি ও পুতিনের দুই-পক্ষীয় বৈঠকের পর তিনি তিন-দিকীয় বৈঠক করবেন। তিনি ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে লিখেছেন, “আবারও বলছি, এটি প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে একটি ভালো, প্রাথমিক পদক্ষেপ।”ট্রাম্পের সঙ্গে এই পরিকল্পনায় যুক্ত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে আলাদাভাবে নিশ্চিত করেছেন যে পুতিন দুই-পক্ষীয় বৈঠকের জন্য সম্মত হয়েছেন, তবে নির্দিষ্ট তারিখ বা স্থান প্রকাশ করেননি।জেলেনস্কি তার বৈঠককে “খুবই ফলপ্রসূ” হিসেবে বর্ণনা করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, তিনি “রাশিয়ান নেতার সঙ্গে একান্তে দেখা করার জন্য প্রস্তুত।”মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকে সম্মতির তথ্য দেয়নি। তবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসস, প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে জানিয়েছে, পুতিন ও ট্রাম্প “রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনার ধারাবাহিকতার পক্ষে কথা বলেছেন।”
সূত্র: আল জাজিরা সংবাদ