অবশেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনক্রমে গতকাল রবিবার আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পুকে মনোয়ন দেন, আজ সোমবার (১৩ ফেব্রুযারি দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আর কোনো প্রার্থী না থাকায়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, মোঃ শাহাবুদ্দিন কে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল বলেন, রাষ্ট্রপতি পদে একজনই মনোনয়ন দাখিল করেছিলেন। তার মনোনয়ন পত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী, মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সময় সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ বিষয়ে আজকেই প্রজ্ঞাপন জারির জন্য পাঠিয়ে দেওয়া হবে।