গতকাল ১৩ ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কৈয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক,গণপরিষদ সদস্য,মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট।ষ্ সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া তরফদার শিমুল, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
সঞ্চালনায় মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাবেক সাঃ সম্পাঃ বাক্তা ইউঃ আওয়ামী লীগ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামিলীগের কৃষি ও সমবয় বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আলী আজগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, প্রমুখ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট সাহেব প্রতিযোগিতায় উত্তীর্ণ কোমলমতি, কচিকাচাদের মাঝে পুরস্কার বিতরণ করে।