বাংলার অগ্নিকন্যা মারুফা আক্তার পপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটির অন্যতম সদস্য।
দীর্ঘ প্রায় ৩৩ বছরের রাজনৈতিক জীবনে পপি আপার জীবনে কি পরিবর্তন হয়েছে? ২০০২ সালেও যেমন দেখেছি, এখনো ঠিক তেমনই। দল টানা ১০ বছর ক্ষমতায়, নীতি বিবর্জিত কোন কাজে কেউ প্রলুব্ধ করতে পারেনা। দেশরত্ন শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা দেশরত্ন শেখ হাসিনা বেঁচে থাকলে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারো নির্বাচিত হলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপার জুনিয়র ছিল, যিনি এখন একজন সরকারী কর্মকতা, ২০০২ সাল পরবর্তী সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- পপি আপা যখন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেন, তখন বিশ্ববিদ্যালয়ের মাটি কেপে উঠতো। কিংবদন্তি সাবেক ছাত্রনেতা পপি আপা এখন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। এলাকায় জনগণের সাথে নির্বাচনী প্রচারণার জন্য নিয়মিত যাতায়াত করছেন।
দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, আবারো দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে নৌকার ভোট প্রার্থনা করছে। জামালপুর সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছেন, গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার জন্য দোয়া এবং ভোট চেয়েছেন।
তাঁকে দেখে সাধারণ জনগনের অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলেন, আপনি অনেক বড় নেতা। ঢাকা শহরে রাজনীতি করেন, শেখ হাসিনার কাছে থাকেন। আপনি নৌকা পাইলেই আমরা বেশী খুশি হমু। পপি আপাকে দেখলে সাধারণ জনগণ মনে করে আপন একজনকে কাছে পেয়েছি। আগামী নির্বাচনে আপনাকে এমপি হিসাবে দেখতে চায়।
পপি আপা তাঁদের উদেশ্যে বলেন, আপনাদের কাছে আসতে হলে আমাকে এমপি হিসাবে আসতে হবে না। আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে দোয়া এবং নৌকা মার্কায় ভোট চাই। মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলাদেশ গড়তে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আপনারা এখন শান্তিতে থাকতে পারতেছেন। আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার আরো শক্তিশালী করে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন।
পরিশেষে বলতে চাই, বিগত কয়েক বছর যাবৎ জামালপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নৌকার কর্মী সমর্থকদের সাথে কথা বলে একটা বিষয় নিশ্চিত জনসাধারণ পরিবর্তন চায়, সেক্ষেত্রে পপি আপার চেয়ে ভালো অপশন হয়না। তার ক্লিন ইমেজ, রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক যোগ্যতা, সর্বোপরি তরুণদের কাছে তার অবস্থান।
সময় বদলেছে দেশ ও দলের প্রতি পূর্ণ আস্থা পপি আপাদের মত আধুনিক জ্ঞানসম্পন্ন তরুণদের জায়গা করে দেয়া বড় প্রয়োজন। সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী দল এবং দেশের সম্পদ। নিশ্চয়ই, গরিব-দুঃখী মানুষের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা ভালো বুঝেন, আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।