কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ঘোড়াঘাট প্রেস ক্লাবের আয়োজনে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাঃসম্পাদক শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম।বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তৌহিদ আনোয়ার,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান,আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মনিরুজ্জামান মুরাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআজিজুর রহমান,উপজেলা শফিকুল ইসলাম,উচ্চ মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার ধীরাজ সরকার,৩নং সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গাফফার প্রধান, সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন,মজিবর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।