ছবি সংগৃহীত
***************************************
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত,,,,দিবসটি উপলক্ষে বাংলাদেশের মহামান্য
রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।
মহামান্য রাষ্ট্রপতি প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।তার পর পরই মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তার কিছুক্ষণ পর
জাতীয় সংসদের স্পিকার, শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ আওয়ামী লীগের সিনিয়র নেতারা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মন্ত্রিপরিষদের সদস্য সহ সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণের মেয়র ডিএসসিসি *ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মোঃ আখতারুজ্জামান এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকালে নেতা কর্মিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা কর্মী সহ গন্যমান্য ব্যক্তিসহ জনসাধারণ শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।