বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার(২৫ ফেব্রুয়ারী) দুপুরের দিকে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে মিছিলে কম্পিত হতে থাকে সুনামগঞ্জের রাজপথ।
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহরের পুরাতন বাস স্টেশন থেকে পদযাত্রা শুরু করে হোসেন বখত চত্বরে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
এছাড়াও বিএনপির এ পদযাত্রায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদল সহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।