স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রানিসম্পদ দপ্তর চত্বরে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চাকিৎসক মোঃ জিন্নু রাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলাপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।
এতে ৩২ টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল গবাদিপশুসহ বিভিন্ন প্রাণী তথা গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর ইত্যাদি প্রদর্শন করা হয়।