প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১:৪৩ এ.এম
গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে দগ্ধ ৩

ভোরবেলায় ঘুম থেকে উঠে রান্না শুরু করতে চুলায় আগুন ধরানোর সাথেই বিস্ফোরণের মত পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়। গ্যাস লিকেজ থেকেই এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় মা মেয়ে সহ একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার আলী আহমেদের মালিকানাধীন দোতলা বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মৃত ইসমাইলের স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০), তার বড় মেয়ে শিমা আক্তার (২০) ও ছোটো মেয়ে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া সুমা আক্তার (১২)। ইয়াসমিন আক্তার ও তার বড় মেয়ে পোশাক শ্রমিক।
প্রত্যক্ষদর্শী বাড়ির ম্যানেজার আবু ইউসুফ জানান, বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন ইয়াসমিন ও তার দুই মেয়ে। মা ও তার বড় মেয়ে সীমা স্থানীয় আলাদা দুটি পোশাক কারখানায় চাকরি করেন। আর ছোট মেয়ে সুমা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজ ভোরে গার্মেন্টসে যাওয়ার জন্য মা রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়ে আগুন জ্বলে ওঠে। এসময় মা ও তার দুই মেয়ে দগ্ধ হলে তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয় । সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকেই চুলা জ্বালাতে গিয়ে এই ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন জানায়, দগ্ধ একই পরিবারের তিনজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের কারও ২০ শতাংশ কারও ৩০ এবং একজনের ৫০ শতাংশের বেশি অংশ বার্ন হয়েছে। যার পুরোটাই মেজর বার্ন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন