প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৭:১৭ এ.এম
চলন্ত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মিনিবাস চালক

চলন্ত অবস্থায় ট্রাকের সাথে ধাক্কা লাগে একটি মিনিবাসের। পরে সেই মিনিবাসের চালক ট্রাকটিকে আটকানোর জন্য মিনিবাস থেকে নেমে ট্রাকের চালককে সিগন্যাল দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক দাড়িয়ে থাকা চালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনিবাস চালক মাহমুদ ইসলাম জাহিদ (৫৫)।
নিহত মিনিবাস চালক মাহমুদ ইসলাম জাহিদ ঢাকার সাভারের দক্ষিণ রাজাশন এলাকার শামসুল ইসলামের ছেলে।
সোমবার(২৭ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার মুখী লেনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপস্থিত জনতা ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যায় ট্রাকের চালক। পিকঅপ চালক সড়কে দাড়িয়ে সিগন্যাল দিলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে আটককৃত ট্রাক ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-০১৯৯) জব্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন