প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ১:৩০ পি.এম
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জাহিদ ভূইয়া গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের ইন্টারনেট ব্যবসা দখল নিতে হাবিবুর রহমান ভূঁইয়া (২৬) নামের এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা চালিয়েছে একই এলাকার কামরুজ্জামান ভূঁইয়া এবং জাহিদ ভূঁইয়া নামের দুই সন্ত্রাসী সহ তাদের সাথে থাকা সঙ্গীয়রা।
এ ঘটনায় হামলার শিকার হাবিবুর রহমান ভূঁইয়ার বাবা জাকির হোসেন ভূঁইয়ার করা হত্যাচেষ্ট মামলার ২য় আসামী জাহিদ ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার ঘোষভাগ প্রাইমারী স্কুল এলাকার দক্ষিণ পাশে ইন্টার নেটের ব্যাবসা করে আসছিলো। এবং আসামীরা একই এলাকার উত্তর পাশে ব্যাবসা করে আসছিলো। কিন্তু কিছুদিন যাবৎ বিবাদীরা তাদের এরিয়া অতিবাহিত করে দক্ষিণ পাশে এসে লাইন সংযোগ সহ বিভিন্ন হুমকি দমকি দিয়ে আসছিলো। এর এক পর্যায়ে গত ২৫ ফ্রেব্রুয়ারী তার ব্যাবসা দখল নিতে তার উপরে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টা চালায় এবং তাকে প্রানে মেরে ফেলতে চায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে ব্যর্থ হয়ে একেবারে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার জানান, উক্ত ঘটনায় একটি মামলা হয়েছে, ১জন আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন