প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৪:৫৭ পি.এম
স্বামীর চোখের সামনে স্ত্রীর প্রাণকে কেড়ে নিল ঘাতক বা খোরশেদ আলম,

সাভারে মহাসড়কের পাশে স্বামীর চোখের সামনে স্ত্রীর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস, স্ত্রী আসমা বেগমের (৫৫) লাশ নিয়ে মহাসড়কের পাশে বসে আছেন বৃদ্ধ স্বামী হায়দার আলী। তার চোখের সামনে ঘাতক বাস কেড়ে নিয়েছে সহধর্মিণীর প্রাণ। প্রিয়জনের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তিনি।
ঘটনাটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
হায়দার আলী জানান, গত পাঁচদিন আগে মানিকগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তারা। আজ দুপুর আড়াইটার দিকে সেখান থেকে বাসে করে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে নামেন। সঙ্গে ছিল ১২ বছরের নাতি সিয়াম। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তার স্ত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী আসমা বেগম। তারা সাভারের কাতলাপুরের পালপাড়ায় এলাকার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, তারা মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনের বাসে করে সাভারে নামেন। পরে তারা রাস্তা পারাপারের সময় পেছনে থাকা অপর আরেকটি যাত্রীবাহি বাস আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন