প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ২:৪৯ পি.এম
আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধীকে মারধর, গ্রেপ্তার ১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে এক প্রতিবন্ধী ব্যক্তি ও তার ছেলেকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে আশুলিয়া থানায়। এ ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
রবিবার (০৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা।
গ্রেপ্তারকৃত আসামী হল ঢাকার আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার আঃ মান্নান ওরফে লাভলু(৫৫)। রবিবার সকালে তাকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামীরা হল, আঃ মান্নান ওরফে লাভলুর ছেলে মোঃ মেহেদী (২৮), একই এলাকার মোঃ নুরু (২০)সহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন।
এর আগে শনিবার (৪ মার্চ) আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী প্রতিবন্ধী মঞ্জু মিয়ার ছেলে সুমন মিয়া।
সুমন মিয়ার এজাহার থেকে জানা যায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় গত ১ মার্চ রিক্সা সাইড দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদীদের সাথে তর্কাতর্কি হয় সুমনের সাথে । এর জের ধরে বিবাদীরা সুমন মিয়াকে রাস্তায় মারধর করে। এর কিছুক্ষণ পরে লাঠিসোটা ও রড নিয়ে সুমনের বসত বাড়িতে আবারও হামলা চালায় তারা। তখন সুমনের বাবা মঞ্জু মিয়াকে মারতে মারতে ঘর থেকে বের করে নির্জন স্থানে ফেলে রেখে যায়।
সুমন মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার বাবাকে মারধর করা হয়েছে। আমার বাবার কাছে থাকা ২৫ হাজার টাকাও লুট করে নিয়ে গেছে তারা। আমাদের বাসায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রতিবন্ধী বাবাও রেহায় পায়নি। আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি এর বিচার চাই।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন