৭ই মার্চ ১৯৭১ সাল। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান। অপেক্ষমাণ লক্ষ লক্ষ ছাত্র জনতা। কখন আসবেন মহান নেতা। আকাশে উড়ছে পাকসেনাদের হেলিকাপ্টার। চারদিক ঘিরে আছে পাকিস্তানি হানাদার বাহিনী। হঠাৎ মঞ্চে এসে দাড়ালেন জনতার কবি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। বঙ্গবন্ধুর বজ্র কন্ঠে উচ্চারিত হলো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ এখন বিশ্ব ঐতিয্যে দলিল হিসাবে স্বীকৃতি দিল জাতীসংঘের ইউনেস্কো।
এই দিনটির তাৎপর্যের আলোকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭:৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ ১১ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী'লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনগুলি।
সে সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা -দূর্গাপুরের মাননীয় সাংসদ জনাব মানু মজুমদার এমপি মহোদয়।