প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ৩:২৭ পি.এম
বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে ভবনের ছাঁদ ধস আহত ১৬

ছবি: সংগৃহীত
************************
বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মানাধীন ভবনের ছাঁদ ধসে ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায় নি।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সাভারের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রর ভিতরে এ ঘটনা ঘটে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আজ সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে একটি ১২ তলা ভবনের নির্মাণ কাজ চলছিলো। বিকেল সাড়ে ৪ টার দিকে ভবনটির ১২ তলার ছাঁদে ঢালাইয়ের সময় অধিকাংশ ভেঙে পড়ে। এতে ১৬ জন আহত হন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা নির্মানাধীন ছাদটির সেন্টারিং এর কাজে সমস্যা ছিল।
আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক এসআই সাদরুজ্জামান বলেন , আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে আহতরা সবাই নির্মান শ্রমিক বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা শফিকুল আলম বলেন , ঘটনার পর ভবনটির সব ধরনের কাজ বন্ধ রাখা হয়েছে। ভবনটি নিরাপত্তা কর্মীদের প্রহরায় রয়েছে। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কেউ নিখোজ নেই। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন , মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাঁদ ধসের বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন