বিদ্যুৎ,গ্যাস,চাল,ডাল,তৈল,মাছ,মাংস,মুরগী,ডিম,কৃষি উপকরণ,শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে,গণতন্ত্র পুনরুদ্ধার সরকারের পদত্যাগসহ ১০দফা দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ডাঃ শাখাওয়াত হাসান জীবন।
এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, মাসুক আলম, নাদির আহমদ, শেরেনূর আলী।জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, যুবদল নেতা শাহ ফরহাদ,ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব তারেক তালুকদার সহ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল , ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।