প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৩, ১১:৩১ এ.এম
সরকারি জমি দখল করে মার্কেট করেছিল ভূমিদস্যুরা, অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন।

সাভারের আশুলিয়ায় নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সরকারের উচ্চ মহলের কর্মকর্তার। অভিযানটি পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে অর্ধশতাধীক অবৈধ স্থাপনা ভেঙ্গে অপসারন করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকাল থেকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আদনান চৌধুরী ও সুবির কুমার দাশের নেতৃত্বে ও সাভার উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ অভিযানটি পরিচালিত হয়৷
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন , উচ্চ আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় বংশী নদীর নয়ারহাট অংশের অবৈধ স্থাপনাগুলোকে চিহ্নিত করে ৫৩ জন অবৈধ দখলদারদের ইতিপূর্বে নোটিশ দেয়া হয়েছিল। তাদের অনেকেই অবৈধ স্থাপনাগুলো সড়িয়ে নেন নি। তাই পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫০ শতাংশ নদীর জমি ও সরকারি খাস জমি দখল মুক্ত হবে।
এসময় তিনি আরও বলেন, নদীর পাড় দখল করে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। উচ্ছেদ পরবর্তী সময়ে কেউ পুনরায় দখল করতে চাইোলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনসহ অভিযানে এসময় ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন