মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয় গুলোতে এ ল্যাপটপ দেওয়া হয়। ১৩ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল হক। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয় গুলোতে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা ডিজিটাল বাংলাদেশের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ল্যাপটপগুলো শিক্ষাব্যবস্থার অগ্রগতি ত্বরান্বিত করবে।