রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক অফিস থেকে কাজ শেষে বাসে করে ফেরার পথে দিনাজপুরের ঘোড়াঘাট উদয়ধুল দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যাগে থাকা উপজেলার ১৪টি মাদ্রাসার আনুমানিক ৪০০-৫০০ ছাত্রের জেডিসির-২০২১ সালের সনদ ও প্রবেশ পত্র হারিয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে বাসের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ।
মাদ্রাসা সুপারের বড় ভাই মমিনুল রশিদ জানান, আমার ছোট ভাই রংপুর শিক্ষা অফিস থেকে জেডিসির-২০২১ সালের সনদ নিয়ে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে অচেতন হয়ে পড়ে।পরে ফুলবাড়ি স্ট্যান্ডে বাস এসে থামলে গাড়ির শ্রমিকরা আমার ভাইকে অচেতন দেখে থানা পুলিশ কে খবর দেয়।এসময় পুলিশ ও শ্রমিকদের সহযোগীতার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গেল রাত আনুমানিক ২টায় ফুলবাড়ি থানা পুলিশ ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দিলে আমরা জানতে পেরে আজ সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ি থেকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।তিনি আরও বলেন,তাঁর সঙ্গে থাকা ব্যাগ ও মুঠোফোন পাওয়া যায়নি।জেডিসির কাগজপত্র ছাড়াও আর কি কি ছিল তা তাঁর সম্পূর্ণ জ্ঞান ফিরলে জানা যাবে।
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনির-উজ-জামান মুরাদ জানান,বর্তমানে তিনি সঙ্কা মুক্ত আছেন।স্বাভাবিক হতে আরও এক দুই দিন সময় লাগবে।