‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।,
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্ম দিনের কেক কাটা, দোয়া মাহফিল, শিশু সমাবেশ, আনন্দ র্যালি, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।,
এ উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পূর্বধলা থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, জাতীয় মহিলা সংস্থা, পূর্বধলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।,
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহির হাসান প্রিন্স’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, ডেপুটি কমান্ডার আঃ রব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক,পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক প্রমুখ।,
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিকসংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।,