প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ১১:১৪ এ.এম
আশুলিয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ জন আটক

ঢাকার সাভারের আশুলিয়া থেকে পৃথক অভিযান চালিয়ে মোট ৭৬.১ কেজি গাঁজা এবং ৮,৮২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান আটক করা হয়।
রোববার (১৯ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের গণমাধ্যমকে এসব তথ্য জানায় র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে গতকাল শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ও আজ (রোববার) ভোরে আশুলিয়া থানাধীন বাইপাইল ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়, আজ ভোর ৫টার দিকে বাইপাইলে অভিযান চালিয়ে ১৬.১ কেজি গাঁজা ও ৮,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, কুমিল্লার মো. আরিফ হাছান (৩৩) ও মো. শরিফ মিয়া ওরফে শরিফ ফকির।
অন্যদিকে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে অপর এক অভিযানে আশুলিয়ার জামগড়া এলাকায় ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাভার্ড ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় খুচরা বিক্রেতা ও পাইকারি ডিলারদের কাছে বিক্রি করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন