নেত্রকোনায় জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-ঢাকা ২৫৭৪ সংগঠনের শ্রম আইন অমান্য করে জেলার বিভিন্ন সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষাভ, প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছে ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটি (গভঃ রেজিঃ নং ময়মন-০১৩)। রবিবার দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার লালমিয়ার বাজারে জেলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন দীর্ঘ দিন যাবৎ সড়কে চাঁদাবাজি করে আসলেও প্রশাসন সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। নেত্রকোনা জেলা প্রশাসক ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি।
এসময় বক্তার আরো বলেন আগামী ২৪ঘন্টার মধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ট্রাক, ট্রাক্টর, কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাচ্ছু ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ শ্রমিক নেতারা। ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুরের বালু মহাল থেকে ওই সমস্ত যানবাহনে করে বালু দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। স্থানীয় কিছু নামধারী সংগঠন নামে, বেনামে প্রতি গাড়ি থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। এতে করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।