সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে সোমবার দুপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মুসতানশির বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন,ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক, এম এম এ রেজা পহেল, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সাগর জন কস্তা প্রমুখ।