মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ। নারী শিক্ষার অভাবই নারী পুরুষ বৈষম্যের একমাত্র কারণ_২২ মার্চ ২০২৩ইং তারিখে ময়মনসিংহ সদর উপজেলা চলাঞ্চলের ৪নং পরানগঞ্জ ইউনিয়নের আল মানার আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায়-নদী বাংলা প্রি-ক্যাডেট স্কুল ও বিপক্ষে আল মানার আদর্শ বিদ্যানিকেতন স্কুল ।পরে প্রতিযোগিতায় বিজয় লাভ করেন_আল মানার আদর্শ বিদ্যানিকেতন স্কুল ও দ্বিতীয় পুরস্কার রানার্সআপ গ্রহণ করেন_নদী বাংলা প্রি-ক্যাডেট স্কুল।
উক্ত বিতর্ক প্রতিযোগিতা ব্যবস্থাপনার আয়োজকে/ সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সম্যান্ট (সারা)। মডারেটরের দায়িত্বে ছিলেন মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক,আল মানার আদর্শ বিদ্যানিকেতন। বিচারকের ভুমিকায় ছিলেন ফেরদৌসী বেগম জেন্ডার এন্ডা ডেভেলপমেন্ট অফিসার, সারা সংস্থা। সুলতানা রাজিয়া জেন্ডার অফিসার, সারা, সংস্থা। উপস্থিত ছিলেন মীর্জা হামিদুল ইসলাম, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সভাপতি, এনপিপি ময়মনসিংহ জেলা ও ছাত্র অভিভাবকবৃন্দ, আল মানার আদর্শ বিদ্যানিকেতন এর সম্মানিত সহকারী শিক্ষক মহোদয়গণ ও নদী বাংলা প্রি-ক্যাডেট স্কুল এর সম্মানিত সহকারী শিক্ষক মহোদয়গণসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।