সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বৃহস্পতিবার ভোরে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ ৬ জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপির
অন্তর্গত চান্দালীপাড়া গ্রামের মোঃ সাদিকুল ইসলাম (৫০), পিতা-মৃত ছাবির মড়ল এর বসত বাড়ি সংলগ্ন লেবু বাগানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ সাদিকুল ইসলাম (৫০), পিতা-মৃত ছাবির মড়ল, লালন মিয়া (২৮), পিতা-মোঃ রশিদ মিয়া, মোঃ আলী হোসেন (৩৫), পিতা-মৃত কাশেম আলী, সকলের গ্রাম-চান্দালীপাড়া, মোঃ মাহাবুর মিয়া (২২), পিতা-মোঃ সবুজ মিয়া, গ্রাম হামিদপুর । তাদের হেফাজত হইতে ০৯ (নয়) কেজি গাঁজা। বংশীকুন্ডা দক্ষিন ইউপির অন্তর্গত হামিদপুর গ্রামের জনৈক আব্দুর রউফ (৫০), পিতা-মৃত হাজী আব্দুল বারি এর সরিষা ক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে, শাকিল মিয়া (২২), পিতা-মোঃ সুমন মিয়া, মিটন মিয়া(১৯), পিতা-মোঃ লাল চাঁন মিয়া উভয়ের গ্রাম হামিদপুর হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে পৃথক ০২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া অদ্য ১৫/১২/২০২২ খ্রিঃ তারিখ আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানের মধ্যমে ১২ কেজি গাঁজা সহ ৬ জনকে আটক করা হয়েছে। এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে।