নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার দুপুর ৩টায় উপজেলার রাণীগঞ্জ সরকারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।চলে বিকেল ৫টা পর্যন্ত।অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
দুপুর ৩টা থেকে অবস্থান কর্মসুচিতে অংশ নিতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসেন। তারা রাস্তার পাশে ত্রিফল বিছিয়ে তার উপর বসেন।
কর্মসূচি ঘিরে আশপাশে কঠোর অবস্থানে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়।
ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলুর সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অথিতি জেলা বিএনপির যুগ্ম সাঃসম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,উপজেলা বিএনপির সাঃসম্পাদক আবু সাঈদ মিয়া,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাঃসম্পাদক মুক্তার মিয়া,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন,উপজেলা যুদ দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির,পৌর ছাত্রদেলর আহবায়ক রিজবি আহমেদ রকি,উপজেলা ছাত্রদেলর আহবায়ক সাদ্দাম হোসেন প্রমূখ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে, ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজকের গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এক ইফতার ব্যবস্থা করা হয়।