নিজস্ব প্রতিবেদক /এ,এম,সারোয়ার জাহান
বাংলাদেশের এক উজ্জল নক্ষত্র স্বাধীনতা যুদ্ধের এক মহানায়ক বীর মুক্তিযোদ্ধা,ডা. জাফরুল্লাহ চৌধুরী, গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন *ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*। তার চিকিৎসক ও মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মামুন মোস্তাফী মৃত্যুর খবরটি গণমাধ্যম ও দেশবাসীকে নিশ্চিত করেছেন।
গত ১০ এপ্রি) ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।এর বেশ কিছুদিন আগে থেকেই বার্ধক্যজনিত নানান জটিলতায় বেশ অসুস্থথায় ভুগছিলেন , এই বীর মুক্তিযোদ্ধা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর।জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব,এবং স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা।
তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয় এনজিওর প্রতিষ্ঠাতা।১৯৮২সালে বাংলাদেশের ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ডা.জাফরুল্লাহ ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন, এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।, ১৯৬৭সালে বিলেতের রয়েল কলেজ অব সার্জনস এ,এফআরসি,এস অধ্যায়নরত অবস্থায়, চলে আসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং সেই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর, রেখে গেছেন তার হাতে গড়া গণস্বাস্থ্য নগর হাসপাতাল । এবং
অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন।