বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল নাম,বীর মুক্তিযোদ্ধা,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।সেইসাথে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন বুধবার ১২ এপ্রিল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান দুপুর আড়াইটায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে।শুক্রবার ১৪ এপ্রিল সকাল ১০টায় তার মরদেহ নেয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে।জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ১১ এপ্রিল রাত সাড়ে ১১টা নাগাদ রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের সবার প্রিয় বড়ভাই ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।’
গত ৫ এপ্রিল ডা. জাফরুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার ৯ এপ্রিল দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল বোর্ডে মেডিসিন, ভাসকুলার সার্জন,কিডনি,বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক ছিলেন।শত চেষ্টা করেও বাঁচানো গেল না জাতির শ্রেষ্ঠ সন্তানকে। চলে গেলেন না ফেরার দেশে।