প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৩, ৮:০৩ পি.এম
শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের দাফন হবে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের দাফন হবে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌঁছেছে মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে দাফন করা হবে।
এর আগে সকাল ১০ টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় লাশবাহী গাড়ি।
এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডাঃ মঞ্জুর কাদির। সাভারে পৌঁছলেও আজ রাতে আর কোন আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেন তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন