প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ১১:২০ পি.এম
অ্যাম্বুলেন্সে ফেনসিডিল দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪

সাভারের আশুলিয়ায় বিশেষ কায়দায় অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় ওই অ্যাম্বুলেন্স থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার মোঃ কারিমুল ইসলাম (৩২), নুর মোহাম্মদ (২৮)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
র্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করেন। এসব মাদকদ্রব্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে আশিকুর রহমান বাবু নামের (২২) জেলা লালমনিরহাট, আরেক জন ফরিদা আক্তার শিল্প (৩৫) জেলা লালমনিরহাট তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বলেন, দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন