প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের অগ্নি সন্ত্রাসের কথা ভুলে যাবেন না। আগে তারা গণপরিবহনে আগুন দিয়ে, জীবিত মানুষের গায়ে পেট্রল বোমা মারতো। এখন অন্য কোনো রূপে সেই অগ্নি সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে। বিএনপি-জামায়াত চক্রের অতীত অপকর্মের কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন
একের পর এক বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক। তবে এটা কোনো ষড়যন্ত্র বা নাশকতা কি-না তা খতিয়ে দেখতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ আরো দিয়েছেন, সারা দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে কেউ জড়িত আছে কিনা, বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন কারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে কোনো ভিন্নপন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রতিটি মার্কেটের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করারো কথা বলেন।
তিনি বলেন আমদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা কেও যাতে ভিড় না। করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে
কেউ যদি কেউ কোন প্রকার বাধা সৃষ্টি করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবাজারের ভয়াবহ আগুন লাগার কিছুদিনের ব্যবধানে ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে!
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল দেশের অর্থনীতিকে পঙ্গু করে ও সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করতেই পারে- কিন্তু দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কী দোষ? ব্যবসায়ীরা এই মৌসুমের অপেক্ষা করতেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এসব করেছে তারা সহজে রেহাই পাবে না। আমরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি নজরদারি বাড়াতে ও তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য।