পুলিশ সদর দপ্তর হলে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ও সড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে এক আলোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন
মহাসড়কে ও সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবেনা তিনি আরো বলেন ‘আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করার ক্ষেত্রে মহাসড়কে ও সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। হাইওয়েতে নসিমন সিএনজি ভটবটি ইত্যাদি যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তিনি আরো বলেন যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা যাবেনা বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বিশেষভাবে অনুরোধ জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক প্রশাসন, মো. কামরুল আহসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ক্রাইম অ্যান্ড অপারেশনস আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ, পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা পুলিশ মহাপরিদর্শ কে বলেন অতীতের মতো আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে সকল ধরনের সহযোগিতা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে করেন। পরে পুলিশ মহাপরিদর্শক সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় মিলিত হন।তিনি বলেন আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ‘ইদানীং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। তিনি এক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন , যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন।
এ,এম সারোয়ার জাহান/ দেশবাংলা প্রতিদিন