গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের উপহার হিসেবে নয় কোটি টাকার বরাদ্দ দিয়েছেন।
ইতোমধ্যে তাদের মোবাইলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা চলে গেছে। ১৮ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিটসহ নৌবাহিনী সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়, এ অগ্নিকাণ্ডে হাজার হাজার ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্বান্ত হয়ে গেছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল ঢাকা দক্ষিণ সিটি ।
গত ১১ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এতে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নামের তালিকা প্রকাশ করা হয়।