প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ১২:২৭ এ.এম
কিশোরগঞ্জে হেযবুত তাওহীদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৮ এপ্রিল কিশোরগঞ্জ জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের আতকলা গ্রামে এক আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদ ময়মনসিংহ বিভাগের সভাপতি ও হিযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাপ্পা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক সোহানুর রহমান হিমসেল।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক সম্পাদক রহমতউল্লা রানা। কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক ইমতিয়াজ কবির তুতুল ,
বাজিতপুর উপজেলা সভাপতি উবাইদুল হক। জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ জেলা হেযবুত তওহীদের সদস্যগণ। প্রধান অতিথি তার বক্তব্যে ধর্মের সঠিক ব্যখ্যা দিয়ে বলেন, পবিত্র ধর্ম ইসলামে সন্ত্রাস জঙ্গীবাদের কোন জায়গা নেই।সন্ত্রাস জঙ্গীবাদের বিরোদ্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করে এদের মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষে হেযবুত তওহীদের প্রচারণার কোন বিকল্প নেই এবং হুজুগ, গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আসন্ন সংকট মোকাবেলায় আলোচনা করেন এবং উপস্থিত সকলেই জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরোদ্ধে নিরলস ভাবে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক মোনাজাত করা হয়। উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন হিযবুত তাওহীদ এর সদস্য আবুল হাশেম চয়ন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন