প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৯:১২ পি.এম
যানজট প্রবণতা চ্যালেঞ্জিং জায়গাগুলো চিহ্নিত করেছি, হাইওয়ে পুলিশ প্রধান

চলতি পথে গাড়ির বিকল হলে মেরামতের জন্য লোকাল জনপথে থাকা গ্যারেজ মিস্ত্রীর তালিকা প্রস্তুত করেছি। যাতে যানজট সৃষ্টি হতে না পারে। এছাড়া যানজট এড়াতে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীল আচরনের আহবান জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্তি আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহবানের কথা তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, সড়ক-মাহসড়কের যানজট প্রবণতা বা চ্যালেঞ্জিং জায়গাগুলো চিহ্নিত করেছি। সেখানে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এম্বুলেন্স ও রেকারগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া আমরা পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই মিলে সমন্বয় করার চেষ্টা করেছি। এছাড়া আমাদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা ঈদের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবো। আমরা প্রত্যাশা করতে পারি, এবারের ঈদ যাত্রা আরো বেশি সাচ্ছন্দ ও নিরাপদ হবে।
এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন