সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ২১ এপ্রিল শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের এক স্থানীয় সাংবাদিকের তথ্য থেকে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই সৌদি আরবে এবছর ২০২৩সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল শুক্রবার পালিত হবে।
সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তা থেকে জানা গেছে আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল থেকে অফিস শুরু শুরু হবে।
অন্যদিকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়াতে আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের ৭টি দেশ। এই দেশগুলো হলো— সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থাইল্যান্ড জাপান ব্রুনাই
মালয়েশিয়ার স্থানীয় এক সাংবাদিকের দেয়া তথ্য থেকে জানা গেছে মালয়েশিয়ায় গত বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূএ:রয়টার্স