বাংলাদেশের ২২ তম নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে
গতকাল শপথ পাঠ গ্রহণের পর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতিকে প্রথম গার্ড অব ওনার প্রদান করা হয়। রাষ্ট্রপ্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
যেহেতু গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন তাঁর কার্যালয়ে প্রথম অফিস করেন, সেজন্য আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়নি। তবে আজ সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি উপভোগ করেন করেন।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে, তখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ড দল স্বাগত সুর বাজান।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।
সূত্র :বাসস