এম এম এ রেজা পহেল, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি/
মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সোমবার সকাল ১১ টায় মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন এর আয়োজন করে। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, পরিচালনা করেন ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাসেম। অন্যানদের মাঝে বক্তব্য দেন, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,মুক্তি যুদ্ধা ছফেদ আলী, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহ আলি আকবর, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারি, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, মোটরসাইকেল সমিতির সভাপতি আবুবক্কর প্রমুখ।