১ মে (সোমবার) সকালে দিবসটি উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ(এপিএসসিএল)বিদ্যুৎ শ্রমিক লীগ ও শ্রমিক কর্মচারী লীগ এর পৃথক কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি।
দিনের শুরুতেই সকালে বিদ্যুৎ শ্রমিক লীগ ও শ্রমিক কর্মচারী লীগ আলাদাভাবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। বিদ্যুৎ শ্রমিক লীগ এপিএসসিএল
ট্রেনিং সেন্টার হতে র্যালিটি বের করে এপিএসসিএল কলোনি প্রদক্ষিণ করে পুনরায় ট্রেনিং সেন্টারে এসে মিলিত হয়।এই র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম বজলুল হক রবিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম উদ্দিন, প্রচার সম্পাদক আতাউর রহমান,দপ্তর সম্পাদক সালাউদ্দিন সানি প্রমুখ।
অপরদিকে শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে এপিএসসিএল মার্কেট হতে র্যালি বের হয়ে এপিএসসিএল কলোনি প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে মিলিত হয়। র্যালির নেতৃত্ব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন,সমাজকল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ প্রমুখ।
এছাড়া বিভিন্ন সংগঠন ও সংস্থা নানান কর্মসূচির মধ্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, ‘আমরা শ্রমিকদের হাসি মুখে রাখতে চাই। এবারের মে দিবসের অঙ্গীকার হোক নূন্যতম মজুরি নিশ্চিত করার একটি স্থায়ী ব্যবস্থা হোক, সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক হোক, নিরাপত্তা হোক, মর্যাদা পাই, সম্মান হোক এবং শ্রমিকরা হাসি-খুশি থাক।’