খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি
মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (০১ মে) বিকেলে সাভারের আশুলিয়ায় মে দিবসের আয়োজনে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়। কারণ মালিক আমাদের শ্রমিককে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখছে। আজকের পত্রিকায় মে দিবস উপলক্ষ্যে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ২০২১ সালে দুজন শ্রমিক মিলে একটি পরিবারে আয় হয় ২০ থেকে ২১ হাজার টাকা। কিন্তু তাদের সংসারের খরচ মেটাতে ব্যয় হয় ২৪ হাজার টাকা। বাকি ৩ হাজার টাকার জন্য তাদের ঋণের ফাঁদে পড়তে হচ্ছে। চক্রবৃদ্ধি হারে তাকে সেই ঋণ নিতে হয়।
রাশেদ খান মেনন আরও বলেন, আজ যদি বাংলাদেশের শ্রমিককে বাঁচাতে হয় তাহলে তাদের ২৩ থেকে ২৪ হাজার টাকা মজুরী হতে হবে। একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন দিয়ে ১৫ দিনের বেশি সংসার চালাতে পারেনা। বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসার ওষধ এসবের খরচ মেটাতে শ্রমিক হিমশিম খায়। নতুন করে মজুরী বোর্ড গঠন করতে হবে।
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন বলেন, আমি শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা ফ্যাক্টরি ভাঙচুর না করে নীরবতা ভাবে আপনাদের দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাবেন, পাশাপাশি আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে বলে জানান তিনি।
এ আয়োজনের সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।