প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৩, ৯:৫৩ এ.এম
দোকানে চুরি, ভিআইপি ডিউটির অজুহাতে ঘটনাস্থলে যায়নি পুলিশ

খোরশেদ আলম,সাভার উপজেলা প্রতিনিধি ঢাকা/
সাভারের আশুলিয়ায় রবিবার দিবাগত রাত ২ টার দিকে বন্ধ দোকানের সামনে হাজির হয় ৩ চোর। সাটারের মাঝখানে অংশ বাঁকা করে ভিতরে ঢুকে পড়ে এক চোর। বাকি দুইজন বাইরে পাহাড়ায়। তারপর দোকানের ক্যাশ বক্সে থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে বের হয়ে পালিয়ে যায় চোর। পুরো ঘটনাটি দোকানের সিসি টিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনাটি আশুলিয়া থানাও জানানো হয়। তবে একদিন পার হতে চললেও ঘটনাস্থলে যায়নি পুলিশ।
ঘটনাটি সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার মারিয়া এন্টারপ্রাইজ নামের একটি কসমেটিক্সের দোকানে। সোমবার (০১ মে) সকালে খবর পেয়ে দোকানে ছুটে আসে দোকান মালিক। পরে থানায় যান।
দোকান মালিক মো. মুরাদ বলেন, সকালে আশুলিয়া থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে গিয়ে চুরি বিষয়টি জানাই। পরে তিনি এস আই সোহেল নামে এক অফিসারের নম্বর দেন। কিন্তু তাকে দুই বার ফোন দিয়েছি। কিন্তু তিনি আসে নি।
তিনি আরো বলেন, সিসি টিভি ফুটেজে ৩ জনকে দেখেছি। কিন্তু কাউকে চিনতে পারেনি। আমার দোকানের থেকে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। অন্য আর কিছু খোয়া যায়নি।
এ বিষয়ে সোমবার রাত ১০ টার দিকে আশুলিয়া থানার এস আই সোহেল রানা বলেন, আজকে কুরগাঁও এলাকায় চুরি ঘটনা শুনেছি। কিন্তু সারাদিন ভিআইপি নিয়ে দৌড়াদৌড়ি করেছি। এতো ভিআইপি গেছে যাইতে পারি নাই।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল হোসেন সিকাদার বলেন, অফিসারের তো যাওয়া উচিত ছিল। আমি খবর নিয়ে বিষয়টি দেখছি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন